ডেক্সটপ কম্পিউটার মানেই মনিটর অত্যাবশক। কাজের ধরন যাই হোক একটি ভালো মনিটর কম্পিউটিং এক্সপেরিয়েন্সে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বের বড় বড় টেক জয়েন কোম্পানিগুলো তৈরি করছে নিত্য নতুন হাইটেক মনিটর। প্রতিযোগিতামূলক এইটেক জার্নিতে অংশ নিয়েছে বাংলাদেশ। আমাদের দেশীয় কোম্পানি ওয়ালটন তৈরি করছে আধুনিক মডেলের কম্পিউটার মনিটর।
নামিদামি অন্যান্য মনিটরের সাথে বাজার গবেষণা করে ওয়ালটনো তৈরি করেছে বিভিন্ন ধরনের মনিটর। ওয়ালটনের রয়েছে ফ্রেমলেস মনিটর, টাইপ সি সাপোর্টেড পোর্ট মনিটর, ১০০ হার্জ সমৃদ্ধ মনিটরগুলো যে কারো মন কারে। তো চলুন জেনে নেই ওয়ালটন মনিটরের দাম ২০২৪ সহ এর খুটিনাটি ফিচার।
একনজরে ওয়ালটন মনিটরের দাম ২০২৪
বর্তমানে একটি ওয়ালটনের মনিটরের দাম ৯,০০০ টাকা থেকে শুরু। এবং সর্বোচ্চ দাম ৩৪,০০০ টাকা। তবে ঈদ উপলক্ষ্যে বিশেষ ছাড় চলছে।
মনিটরের মডেল | মনিটরের দাম |
১। WD27GI07 | বর্তমান মূল্য: ৩৪,৭৫০ টাকা। |
২। WD27UI08 | বর্তমান মূল্য: ৩৪,৫৫০ টাকা। |
৩। WD27GI06 | বর্তমান মূল্য: ৩২,৭৫০ টাকা। |
৪। WD238I11 | বর্তমান মূল্য: ১৭,৭৫০ টাকা। |
৫। WD238I12 | বর্তমান মূল্য: ১৬,৮৫০ টাকা। |
৬। WD238V03 IPS | বর্তমান মূল্য: ১৪,৮৫০ টাকা। |
৭। WD238V03 VA | বর্তমান মূল্য: ১৪,৮৫০ টাকা। |
৮। WD215I09 | বর্তমান মূল্য: ১০,৫৫০ টাকা। |
৯। WD215V05 | বর্তমান মূল্য: ৯,৯৫০ টাকা। |
১০। WD215I10 | বর্তমান মূল্য: ৯,৭৫০ টাকা। |
১১। WD215V04 | বর্তমান মূল্য: ৯,৫৫০ টাকা। |
Walton WD27GI07 Monitor
গেমিং খেলার জন্য একটি আদর্শ মনিটর এটি। এছাড়াও ভিডিও এডিটিং এর ক্ষেত্রেও মনিটরটি বেশ কার্যকর। এই মনিটর মডেলটি অত্যন্ত জনপ্রিয়।
- ২৭ ইঞ্চি মডেল।
- খুব দ্রুত রিসপেন্স করে।
- HDR সাপোর্টেড।
- থ্রি সাইড ফ্রেমলেস।
- বর্তমান মূল্য: ৩৪,৭৫০ টাকা।
Walton WD27UI08 Monitor
- এলইডি ব্যাকলিট ডিসপ্লে।
- ভিউয়িং এ্যাঙ্গেল: ১৭৮ ডিগ্রি।
- প্যানেলের ধরন: আইপিএস।
- ফ্রি সার্ভিসিং ৩ বছর।
Walton WD238I11 Monitor
অফিসিয়াল কাজের জন্য পারফেক্ট একটি মনিটর। এ মনিটরটি বাজেট ফ্রেন্ডলি।
মনিটর ক্রয়ের পূর্বে
মার্কেটে মনিটর কিনতে গেলে আমরা নানান ভাবে কনফিউশন হয়ে থাকি। দেখা যায় একই সাইজের মনিটর এক কোম্পানির দাম ১০ হাজার অন্য একটা কোম্পানির দাম ১৫ হাজার আরেকটির দাম ৩০ হাজার টাকা। এই পার্থক্য গুলো কিসের কারণে হয়ে থাকে?
তাছাড়া আপনি যদি ভিডিও এডিটিং এর জন্য কোন মনিটর কিনতে চান, অথবা গেম খেলার জন্য কোন মনিটর কিনতে চান, অথবা অফিসিয়াল ওয়েবসাইটে টুকিটাকি কাজ করার জন্য কিনতে চান। এর উপর ভিত্তি করেই বিভিন্ন স্পেসসিফিকেশনের ভিন্নতার কারণে দামের ভিন্নতা দেখা যায়।
তাই মনিটর ক্রয়ের সময় প্রথমেই আপনি দেখে নিবেন যে বিষয়গুলি:
১। রেজুলেশন: কারণ আপনার মনিটরের পিক্সেলের উপরেই নির্ভর করে স্ক্রিনের ক্লিয়ারনেস। এর জন্য ফুল এইচডি দেখে নিবেন।
২। রিফ্রেস রেট: যত বেশি রিফ্রেশ রেট থাকবে ততো বেশি স্মুথ এক্সপেরিয়েন্স আমরা পেতে পারি।
৩। প্যানেল টাইপ: আইপিএস প্যানেল বর্তমানে বেশ জনপ্রিয়। টিএন প্যানেল গেমিং খেলার জন্য ভালো।
শেষকথা
আশা করি ওয়ালটন মনিটরের দাম ২০২৪ সম্পর্কে ধারনা পেয়ে গেছেন। বিস্তারিত জানতে ওয়ালটনের ওয়েবসাইট ভিজিট করুন।
1 thought on “ওয়ালটন মনিটরের দাম ২০২৪”