১,০০০ টাকার মধ্যে ভালো রাউটার

এক সময়ে ইন্টারনেট চালানো হতো মডেমের মাধ্যমে। সময়ের সাথে সব কিছুরই পরিবর্তন হতে শুরু করেছে। মডেমের মাধ্যমে ইন্টারনেট যখন চালানো হতো তখন ইন্টারনেট স্পিড ছিল খুবই নিম্নমানের। কেউ কেউ হয়তো শহর এলাকায় একটু ভালো নেটওয়ার্ক পেত গ্রাম অঞ্চলে তেমন স্পিড পাওয়া যেত না। বর্তমান সময়ে সাধারণত সবাই ইন্টারনেট ব্যবহার করে থাকে ওয়াইফাই এর মাধ্যমে।

ওয়াইফাই এর সংযোগ দেয়ার জন্য রাউটার একটি অত্যাবশকীয় ইলেকট্রনিক গ্যাজেট।  আমরা সাধারণত টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেট ও ব্রডব্যান্ড লাইন এর সাহায্যে ইন্টারনেট/ ওয়াইফাই ব্যবহার করে থাকি।  এর জন্য আমাদের দরকার হয় রাউটারের।

১,০০০ টাকার মধ্যে রাউটার

একটি রাউটার কেনার পরে এটাকে সাধারণত বারবার পরিবর্তন করা যায় না.  তাই আমাদেরকে প্রথমেই ভাবতে হবে কি পরিমান বাজেটের মধ্যে আমরা রাউটারটি কিনব?  কতটুকু বাউন্ডারির মধ্যে আমাদের নেটওয়ার্ক কানেকশন লাগবে?  এবং কোন কোম্পানির রাউটার ভালো?  ইত্যাদি বিবেচনায় এনেই আমাদের রাউটার কেনা  উচিত। 

 অনেক সময় অল্প দামে কোন জিনিস করার পরে নিজের আফসোস করে থাকি।  কেননা আমরা আশানুরুপ ফল পাই না। তাই রাউটার করার সময় একটু দেখে বুঝে শুনে কিনবেন।

 আজকে আমি এখানে কয়েকটি রাউটার নিয়ে কথা বলব যেগুলোর দাম ১,০০০ টাকার মধ্যে। তো চলুন আসল কথায় আসা যাক।

১,০০০ টাকার মধ্যে রাউটার সম্পর্কে বিস্তারিত তথ্য

১) D-Link রাউটার DIR-615 Wireless N300।

D-Link এর যতগুলো রাউটার আছে তার মধ্যে DIR-615 মডেলটি বাজেট ফ্রেন্ডলি। এই রাউটারটি ওয়্যারলেস এন৩০০ সিরিজের একটি ব্যাপক চাহিদাসম্পন্ন।

D Link রাউটার DIR 615 Wireless N300
D Link রাউটার DIR 615 Wireless N300
  • এটি ২টি অ্যান্টেনা বিশিষ্ট একটি রাউটার।
  • রাউটারটির স্পিড: ৩০০ এমবিপিএস।
  • এতে রয়েছে ৪টি ল্যান পোর্ট ও ১ টি ওয়ান পোর্ট।
  • বর্তমান মূল্য: ১,০০০ টাকা।

২) Mercusys ওয়্যারলেস N রাউটার MW302R

এই মডেলের রাউটারটির রয়েছে ১ বছরের ওয়ারেন্টি। এবং বিক্রয় পরবর্তী ১ বছর ফ্রি সার্ভিসিং।

Mercusys ওয়্যারলেস N রাউটার MW302R
Mercusys ওয়্যারলেস N রাউটার MW302R
  • এটি IPv6 প্রটোকল সাপোর্ট করে।
  • এটির রয়েছে পাওয়ারফুল ওয়াইফাই সিগন্যাল।
  • এতে আছে প্যারেন্টিং কন্ট্রোলিং সুবিধা।
  • সিকিউরিটি: WPA-PSK / WPA2-PSK।
  • বর্তমান মূল্য: ৯৯৯ টাকা।

৩) D-Link রাউটার DIR-615X1 Wireless N300

D Link রাউটার DIR 615X1 Wireless N300
D Link রাউটার DIR 615X1 Wireless N300
  • রাউটারটি IPv4 / IPv6 প্রটোকল সাপোর্টেড।
  • ২০০ বর্গফুট রেঞ্জ কভার করতে পারে।
  • ফ্রিকোয়েন্সি: ২.৪ GHz to ২.৪৯৭ GHz।
  • এতি রিসেট বাটন রয়েছে।
  • এছাড়াও রয়েছে ৫ টি ল্যান এবং ওয়ান পোর্ট।

৪) Tenda রাউটার N301 Wireless N300।

Tenda রাউটার N301 Wireless N300 1
Tenda রাউটার N301 Wireless N300
  • এটি দিয়ে ব্যান্ডউইথ কন্ট্রোল করা যায়।
  • DHCP সার্ভারে তৈরি করা।
  • ২২০০ বর্গফুট কভার রেঞ্জিং করার ক্ষমতা আছে।
  • দূরে থেকে ওয়েবে ম্যানেজমেন্ট করা যায়।
  • এতে রয়েছে সিস্টেম লগ।
  • ম্যাক এ্যাড্রেস ক্লোন করা যায়।

৫) TP-Link রাউটার TL-WR844N Wireless N300

TP Link রাউটার TL WR844N Wireless N300
TP Link রাউটার TL WR844N Wireless N300
  • এটি একটি মাল্টিমোড রাউটার।
  • রাউটারে 2 x 2 MIMO টেকনোলজি ব্যবহার করা হয়েছে।
  • সিঙ্গেল কোর প্রসেসর দ্বারা তৈরি।
  • নেটওয়ার্ক এর সিকিউরিটির জন্য ফেয়ারওয়াল ও গেটওয়ে।
  • ডিভাইস কন্ট্রোালিং সুবিধা।

শেষকথা

আপনি যদি বাজেট ফ্রেন্ডলি ১,০০০ টাকার মধ্যে ভাল মানের রাউটার চান। তাহলে এই মডেলগুলো আপনার জন্য ভালো হবে। ইলেকট্রনিক্স সামগ্রির দাম সর্বদাই পরিবর্তনশীল। তাই ক্রয়ের পূর্বে দাম যাছাই করবেন। ধন্যবাদ

Leave a Comment