যমুনা ফ্রিজ 228 লিটার দাম কত

আমরা সাধারণত দীর্ঘদিন ব্যবহারের জন্য একটি ফ্রিজ ক্রয় করে থাকি। আমাদের প্রয়োজন ও বাজেট অনুযায়ী ফ্রিজ  পছন্দ করে থাকি। সে ক্ষেত্রে যমুনা ফ্রিজজ উত্তম পছন্দ হতে পারে। আজকে আমরা যমুনা ফ্রিজ 228 লিটার দাম কত সহ বিস্তারিত ফিচার সম্পর্কে জানব।

বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল মাস মাংস সহ বিভিন্ন ধরনের পানীয় দীর্ঘদিন ধরে সতেজ ও তরতাজা রাখার জন্য আমরা ফ্রিজ ব্যবহার করে থাকি।

যমুনা ফ্রিজ 228 লিটার

যমুনা যমুনা ইলেকট্রনিক্স ও অটো মবিলস কোম্পানি আমাদের দেশীয় ব্র্যান্ড। এটি মূলত রেফ্রিজারেটর, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যানসহ বিভিন্ন ধরনের হোম এপ্লায়েন্স তৈরি করে থাকে। আর ফ্রিজ তাদের মধ্যে অন্যতম। তাদের বিভিন্ন সাইজের/ ক্যাপাসিটির ফ্রিজ রয়েছে। তার মধ্যে 228 লিটারের মডেলের ব্যাপক চাহিদা সম্পন্ন একটি ফ্রিজ।

বিশেষ করে যমুনা ফ্রিজে রয়েছে ৭০% পর্যন্ত এনার্জি সেভিং করার মত ক্ষমতা। ফ্রিজগুলি ৭২ ঘন্টা পর্যন্ত লোডশেডিং চলাকালে ব্যাকআপ দিতে পারে। ফ্রিজ গুলোতে যে সমস্ত ম্যাটারিয়াল ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ ফুড গ্রেড। পাশাপাশি ময়েশ্চার ব্যালেন্স কৃষপার রয়েছে।  ফ্রিজ গুলোতে ব্যবহার করা হয়েছে পরিবেশবান্ধব আর600 গ্যাস। আলাদা করে স্টাবিলাইজার ব্যবহারের প্রয়োজন হবে না। সর্বোপরি ফ্রিজগুলো বাজেট ফ্যামিলি।

যমুনা ফ্রিজ 228 লিটার দাম কত ২০২৪

বাজেট ফ্রেন্ডলি এই ফ্রিজগুলোর দাম ২৭ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত। দামের উপর নির্ভর করে এর ফিচার। তবে ক্যাপাসিটি সব ফ্রিজেরই এক।

একনজরে দেখে নিন যমুনা ফ্রিজ 228 লিটার দাম কত:

ফ্রিজের মডেলফ্রিজের দাম
JE-2B8JF-GLOSSY SHINING২৭,৯৭৫ টাকা।
JE-XXB-US52B8-QD৩৪,৯২০ টাকা।
JE5-TM2B8QD Silver Diamond৩৫,৩৭০ টাকা।

১। যমুনা ফ্রিজ 228 লিটার JE-2B8JF-GLOSSY SHINING

এই মডেলটির ২ টি ফ্রিজ রয়েছে। এটির রেগুলার প্রাইস ৩৭,৩০০ টাকা। বর্তমানে ফ্রিজটিতে ২৫% ডিসকাউন্ট চলছে।

যমুনা ফ্রিজ 228 লিটার JE 2B8JF GLOSSY SHINING
যমুনা ফ্রিজ 228 লিটার JE 2B8JF GLOSSY SHINING
  • ক্যাপাসিটি: ২২৮ লিটার। যার মধ্যে নরমাল অংশে ১২০ লিটার ও ডিপ অংশে ১০৮ লিটার।
  • ফ্রিজটিতে টেমপারড গ্লাসের সেলভ রয়েছে।
  • টোটাল ডোর পকেট: ৪ টি।
  • হ্যান্ডেলের ধরন: লেভেল/সমান।
  • তাছাড়া ডোরগুলো ক্রিস্টাল গ্লাসের।
  • বর্তমান মূল্য: ২৭,৯৭৫ টাকা।

২। যমুনা ফ্রিজ 228 লিটার JE-XXB-US52B8-QD

ফ্রিজটির পূর্বমূল্য ছিল ৩৮,৮০০ টাকা। তবে ঈদ উপলক্ষে এখন ১০% ছাড় থাকছে।

যমুনা ফ্রিজ 228 লিটার JE XXB US52B8 QD
যমুনা ফ্রিজ 228 লিটার JE XXB US52B8 QD
  • ৭০% পর্যন্ত এনার্জি সেভিং।
  • ফ্রিজটিতে এন্টিব্যাকটেরিয়াল ডোর গ্যাসকেট আছে।
  • কম্প্রেসরের ওয়ারেন্টি: ১০ বছর।
  • ফ্রি সার্ভিসিং: ৫ বছর।
  • বর্তমান মূল্য: ৩৪,৯২০ টাকা।

যমুনা ফ্রিজ 228 লিটার JE5-TM2B8QD

ফ্রিজটির পূর্বমূল্য ছিল: ৩৯,৯০০ টাকা। যার উপরে বর্তমানে ১০% ডিসকাউন্ট থাকছে।

যমুনা ফ্রিজ 228 লিটার JE5 TM2B8QD
যমুনা ফ্রিজ 228 লিটার JE5 TM2B8QD
  • এতে রয়েছে ইউনিফরম কুলিং সিস্টেম।
  • আল্টা মাইক্রো ফ্রোমের কোটিং করা।
  • এছাড়াও আছে বিল্ড ইন স্টাবলাইজার।
  • বর্তমান মূল্য: ৩৫,৩৭০ টাকা।

আরও দেখুন: এলজি ডিপ ফ্রিজের দাম ২০২৪কনকা ফ্রিজের দাম 2024

শেষকথা

আপনি হয়ত ইতোমধ্যে যমুনা ফ্রিজ 228 লিটার দাম কত সম্পর্কে জেনে গেছেন। তারপরও ব্লগটি সম্পর্কে কোন প্রশ্ন, মতামত, অভিযোগ থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ

Leave a Comment