ছোট বাচ্চাদের বাইক দাম কত 2024

ছোট বাচ্চাদের বাইক দাম কত? ৪,০০০ টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ দাম ৪০,০০০ তারও বেশি রয়েছে। তবে বাইকের সাসপেনশন ও ফিচারের উপর নির্ভর করে।

আজকের লেখাটিতে বাচ্চাদের হোন্ডা দাম, ছোট মোটরসাইকেলের দাম কত, বাচ্চাদের ছোট বাইক সম্পর্কে জানতে পারবেন।

বাচ্চাদের মোটরসাইকেল BD Price দেখানে হলো:

১) Excel Bike – বর্তমান মূল্য: ৬,০০০ -৮,০০০ টাকা।

২) Gypsy Bike – বর্তমান মূল্য: ৫,০০০ – ৮,০০০ টাকা।

৩) BMW Mini Bike: ১১০০০-১৪,০০০ টাকা।

বাচ্চাদের মিনি BMW

মিনি BMW হ্যান্ডপিকআপ সহ বেষ্ট কোয়ালিটির একটি বাইক। সামনের দিকেও নেওয়া যায় এবং পিছনের দিকেও নেওয়া যায়। পাশাপাশি গানও শোনা যাবে। এবং হর্ণও বাজাতে পারবেন। বাইকের পায়ের সাথে ব্রেকিং সিস্টেমও থাকছে।

বাচ্চাদের মিনি BMW
বাচ্চাদের মিনি BMW

বাইকটির ব্যাটারি গ্যারান্টি: ১ বছর।

ফ্রি সার্ভিসিং: ৫ বছর।

এই বাইকটি বর্তমান মূল্য: ১৪,৫০০ টাকা

বাচ্চাদের বাইক R15 দাম কত

বাচ্চাদের R15: ডান হাতে পিকআপ এবং পায়ে ব্রেক। ১৮০ কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। এই বাইকটি ৩ বছরের বাচ্চা থেকে ১০ বছরের বাচ্চা পর্যন্ত চালাতে পারবে। বাকটিতে থাকছে ডিজিটাল সব প্রযুক্তি। সাপোর্টিং চাকাসহ অসাধারন সব ফিচার।

ছোট বাচ্চাদের এই R15 বাইকটিতে ১২ ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। গাড়িটির সাউন্ড একদম অরিজিনাল R15 এর মত।

বাচ্চাদের বাইক R15
বাচ্চাদের বাইক R15

বাচ্চাদের জন্য বাইক ক্রয়ের জন্য: অনলাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান

Rokomari, Daraz অন্যতম।

তবে সরাসরি কিনলে Toybazar থেকে নিতে পারেন।

আরও দেখুন: বাচ্চাদের গাড়ির দাম ২০২৪

বাচ্চাদের বাইকের দাম বেশি কেন?

ছোট বাচ্চাদের বাইকে সাউন্ড সিস্টেম সহ বিভিন্ন ধরনের পোর্ট ব্যবহারের সুযোগ রয়েছে। তাছাড়াও বাচ্চাদের বাইকের ওজন বহন ক্ষমতাও অনেক হাই। বাইকের কোয়ালিটি অনেকেটাই বড় বাইকের মত। এছাড়াও অন্যান্য ফিচার বিদ্যামান থাকায় এ বাইকের দাম একটু বেশি।

বাচ্চাদের জন্য কি বাইক ভালো?


ভাল কোম্পানির বাইক নিলে সমস্যা নেই। তবে কম টাকায় বাচ্চাদের বাইক কিনা ঠিক হবে না। এতে করে অল্প দিনেই নষ্ট হয়ে যেতে পারে।

বাচ্চাদের বাইকের ওজন কত হওয়া উচিত?

বাচ্চাদের একটি বাইকের ওজন ৪ কেজি থেকে ১০ কেজি ওজনের হওয়া স্বাভাবিক। এর চেয়ে বেশি ওজনের বাইক না ক্রয় করা ভাল।

Disclaimer

আশা করি ছোট বাচ্চাদের বাইক দাম কত ২০২৪ এ সম্পর্কে ধারনা লাভ করেছেন। তবে মনে রাখবেন আমরা শখের বসে বাচ্চাদের বাইক কিনে দিয়ে থাকি। তবে সেটাকে দেখভাল আমাদেরই করা উচিৎ। আর বাইক ক্রয়ের পূর্বে অবশ্যই দাম যাছাই বাছাই করে কিনবেন। ধন্যবাদ

Leave a Comment