আপনি নিশ্চই কিয়াম নন স্টিক কড়াই দাম জানতে চান! আজকের এই ব্লগ পোস্ট থেকে আপনি কিয়াম ফ্রাই প্যান দাম ২০২৪ সহ বিস্তারিত ফিচারসমূহ সম্পর্কে জানতে পারবেন।
ফ্রাই প্যান রান্নার এক সহজ সমীকরণ। প্রতিদিনের রান্না বান্নায় স্মার্ট সংজোযন হচ্ছে ফ্রাই প্যান। আধুনিক লাইফে আমরা কড়াই এর পরিবর্তে ফ্রাই প্যান ব্যবহার করে থাকি। এটি শুধু মাত্র ফ্যাশনএবল নয় বরং এটি রান্নার ক্ষেত্রে যথেষ্ট হেল্পফুল। এটির মাধ্যমে তেলের ছিটা কমিয়ে রান্না করা যায়। শুধু তাই নয়, রান্না শেষে খাবারের অংশ লেগে থাকে না। পরিষ্কার করাও সহজ।
কিয়াম ফ্রাই প্যান
কিয়াম ব্রান্ডের ফ্রাই প্যান বিশেষত ডাই কাস্টিং নন-স্টিক হয়ে থাকে। ফ্রাই প্যানগুলোতে থার্মো-রেসিস্ট্যান্ট হ্যান্ডেল থাকায় রান্নার সময়ও হাতল ঘরম হয় না। প্যানগুলো সকল ধরনের স্টোভ এ রান্না করা যায়। লং লাস্টিং করা হয়
বাজেট ফ্রেন্ডলি এই ফ্রাই প্যানগুলো বাজারের অন্যান্য প্যানের তুলনায় ভাল। ফ্রাই প্যানের কোয়ালিটি, টেকশই ও দাম যা এটিকে আলাদা করে রেখেছে।
কিয়াম ফ্রাই প্যান দাম
কিয়ামের প্রিমিয়াম কোয়ালিটির ফ্রাই প্রানগুলোর দাম শুরু ১২,০০ টাকা থেকে। তবে সর্বোচ্চ দাম আপনার বাজেটের উপর নির্ভর করবে। তবে বর্তমান ঈদ উপলক্ষ্যে চলছে বিশেষ ডিসকাউন্ট।
ফ্রাই প্যানের দাম মূলত এর ফিচারের উপর নির্ভরশীল। ফ্রাই প্যানগুলো গত বছরের তুলনায় এবছর কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে।
কিয়াম ফ্রাই প্যান ২৪ সেমি দাম
এ ফ্রাই প্যানটির পূর্বমূল্য ছিল ২,০৫০ টাকা। এই মডেল প্যানটিতে বর্তমানে ২৩% ছাড় চলছে।
- মেটারিয়াল: এ্যালুমিনিয়াম।
- হাতল: থার্মো-রেসিস্ট্যান্ট।
- সাইজ: ২৪ সে.মি.।
- বর্তমান মূল্য: ১৫৮০ টাকা।
- ওয়ারেন্টি: ১২ মাস।
কিয়াম ফ্রাই প্যান 26 সেমি দাম
এই ফ্রাই প্যানটির পূর্বমূল্য ছিল ১৭৫০ টাকা। বর্তমানে এতে ১২% ছাড় রয়েছে।
- ক্যাপাসিটি: ২৬ সে.মি।
- মরীচারোধী ও নন-স্টিক কোটিং করা।
- ৬০% পর্যন্ত তৈল সঞ্চয়ী।
- বর্তমান মূল্য: ১,৫৪০ টাকা।
কিয়াম ফ্রাই প্যান 28 সেমি দাম
পূর্বমূল্য ছিল ২৩০০ টাকা। বর্তমানে ঈদ উপলক্ষে ২৫% ডিসকাউন্ট চলছে।
- সাইজ: ২৮ সে.মি।
- টেমপার্ড গ্লাসের ঢাকনা।
- দ্রুত ভাজা ভাজি করার জন্য পারফেক্ট।
- হিটপ্রটেক্ট হাতল।
- যেকোন চুলায় ব্যবহার করা যায়।
- বর্তমান মূল্য: ১,৪৫৫ টাকা।
এছাড়াও দেখুন: কিয়াম প্রেসার কুকারের দাম ২০২৪।
শেষকথা
আমাদের দেওয়া কিয়াম ফ্রাই প্যান দাম ২০২৪ বিভিন্ন ওয়েবসাইট থেকে নেওয়া। তবে আপনি ক্রয়ের পূর্বে দাম অবশ্যই দেখে নিবেন। তাছাড়া দামের পরিবর্তন হলে আমরা এখানে তথ্য আপডেট করে দিব।