কিয়াম প্রেসার কুকারের দাম ২০২৪

অল্প সময়ে রান্না করার মজাই আলাদা। প্রেসার কুকারে বিভিন্ন তরকারিসহ মাংস, এমনকি খিচুরি, বিবিয়ানিও রান্না করতে পারি। একটি ভালো মানের প্রেসার কুকার খাবারের মান অটুট রাখে। তাছাড়াও কম মূল্যের প্রেসার কুকার স্বাস্থ্য ঝুকি বৃদ্ধি করে এবং নিরাপত্তার জন্য হুমকি।

তাই আজকে এখানে বাজারের সেরা প্রেসার কুকার মডেল কিয়াম সম্পর্কে বিস্তারিত জানব। তো চলুন শুরু করা যাক।

কিয়াম প্রেসার কুকার

প্রেসার কুকারের জগতে নাম্বার ১ ব্রান্ড কিয়াম। এই প্রেসার কুকার সকল ধরনের স্টবে ব্যবহার উপযোগি। এটি ইন্ডাকশন কুকারসহ মাটির চুলাতেও ব্যবহার করা যায়। এই প্রেসার কুকারটিকে কড়াই হিসাবেও ব্যবহার করা যায়। এটি ব্যবহার করা যায় নিশ্চিতে এবং পরিষ্কার করাও সহজ।

কিয়াম প্রেসার কুকারের দাম

ক্লাসিক্যাল মডেলগুলোর মধ্যে ১.৫ লিটার ক্যাপাসিটির একটি প্রেসার কুকারের দাম ১২০০ টাকা। এবং ৬.৫ লিটারের একটি কিয়াম প্রেসার কুকারের দাম ৩,০০০ টাকা। তবে প্রিমিয়াম কোয়ালিটির কুকারগুলোর দাম একটু বেশি।

কিয়াম প্রেসার কুকার ৮.৫ লিটার দাম

সাধারনত বড় ধরনের রান্নার আয়োজনে এই কুকারটি ব্যবহার করা হয়।

কিয়াম প্রেসার কুকার ৭.৫ লিটার দাম

কিয়াম প্রেসার কুকার ৬.৫ লিটার দাম

কিয়াম প্রেসার কুকার ৫.৫ লিটার দাম

ইনডাকশন বটম কিয়াম প্রেসার কুকার ৪.৫ লিটার দাম ৫.৫ লিটারের এই প্রেসার কুকারগুলো দেখতে অনেকটা ডিম্বাকৃতি। এটি একটি পরিবেশ বান্ধব কুকার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় বদ্ধ পরিকর।

অত্যান্ত চমৎকার ডিজাইনের তৈরি কিয়ামের এই প্রডাকটির বাজারে বেশ চাহিদা রয়েছে।

কিয়াম প্রেসার কুকার ৪.৫ লিটার দাম
কিয়াম প্রেসার কুকার ৪.৫ লিটার দাম
  • কুকারটিতে ২টি ফ্লেম কার্ড ব্যবহার করা হয়েছে।
  • দ্বিস্তর বিশিষ্ট সেফটি বাল্ভ।
  • এটিতে ১০০% ফুড গ্রেড সিলিকন গ্যাসকেট ব্যবহার করা হয়েছে।
  • এসএস স্টিল ও অ্যালুমিনিয়ামের বডিটি ৩ টি লেয়ারে তৈরি।
  • বর্তমান মূল্য: ১,৬৫০ টাকা।

কিয়াম প্রেসার কুকার ৩.৫ লিটার দাম

কিয়াম প্রেসার কুকার ১.৫ লিটার দাম

সাধারনত ছোট পরিসরে রান্না করার জন্য এটি প্রযোজ্য। এটি যেমন টেকসই তেমনি কার্যকারি। ১০ বছরের ওয়ারেন্টি সমৃদ্ধ কুকারটি যে কারো পছন্দ হবে।

কিয়াম প্রেসার কুকার ১.৫ লিটার দাম
কিয়াম প্রেসার কুকার ১.৫ লিটার দাম
  • ক্যাপাসিটি: ১.৫ লিটার।
  • এটি তৈরিতে মেটারিয়াল: অ্যালুমিনিয়াম।
  • কুকারটি রয়েছে হিটপ্রুভ ব্যাকলেট হেন্ডেল।
  • তাছাড়াও রয়েছে সেফটি বাল্ভ।
  • বর্তমান মূল্য: ১,১৩০-১,১৯৯ টাকা।

বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর

১। প্রেসার কুকারে ভাত হতে কত মিনিট সময় লাগে?

কিয়াম প্রেসার কুকারে ভাত হতে খুবই অল্প সময় লাগে। সাধারনত ১০-১৫ মিনিটের মধ্যে কিয়ামের প্রিমিয়াম প্রেসার কুকারগুলোতে রান্না করা সম্ভব।

২। ভালো মানের প্রেসার কুকার চেনার উপায় কী?

এতে তিন স্তরের লেয়ার থাকবে। এস এস স্টিল কিনা দেখে নিবেন। তাছাড়া কুকারটির সেফটি বাল্ভ আছে কিনা? প্রাথমিকভাবে এগুলো দেখতে হবে।

৩। কোন কোম্পানির প্রেসার কুকার ভালো?

দেশের নাম্বার ১ প্রেসার কুকার কোম্পানি মডেল হলো কিয়াম। এটি বেশ জনপ্রিয় একটি প্রেসার কুকার।

শেষকথা

কিয়াম প্রেসার কুকারের দাম ২০২৪ নিয়ে হয়ত এখন আপনার কোন কনফিউশন নেই। তারপরও কোন কোয়েরি থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন। ধন্যবাদ

1 thought on “কিয়াম প্রেসার কুকারের দাম ২০২৪”

Leave a Comment