কিয়াম রাইস কুকারের দাম ২০২৪

আপনি নিশ্চয় কিয়ামের রাইস কুকার ক্রয় করতে চাচ্ছেন! তাহলে আজকে ব্লগ পোস্টটি আপনার জন্য। কিয়াম রাইস কুকারের দাম ২০২৪ কত সহ এর ব্যবহারের নিয়ম ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ লেখাটি অবশ্যই পড়ুন।

প্রাচীন কাল থেকে রান্না করার পদ্ধতি কালের আবর্তনে পরিবর্তন হচ্ছে। অল্প সময়ে ভাত রান্না করার জন্য আমরা রাইস কুকার ব্যবহার করি। পাশাপাশি এটি দ্বারা খিচুরী, বিরিয়ানী সহ বিভিন্ন তরকারিও রান্না করতে পারি। এতে রান্না হয় সংক্রিয়ভাবে। তাছাড়া ভাতের মার গালানোর কোন প্রয়োজন হয় না। তাই পুষ্টিগুণ থাকে অক্ষুন্ন।

জীবনকে সহজ ও স্মার্ট করতে রাইস কুকার দরকারি একটি গ্যাজেট। আমাদের দেশে রাইস কুকারের দাম দিন দিন বাড়ছে।

কিয়াম রাইস কুকার

ইকো ফ্রেন্ডলি কিয়াম রাইস কুকারের অটোমেটিক ওয়ার্ম ফাংশন রয়েছে। যা কিনা বিভিন্ন আইটেম রান্না করার পর সেটাকে গরম রাখতে সাহায্য করে। এছাড়াও এতে রাস্ট প্রুপ বডি থাকায় এতে কোন প্রকার রাস্ট পরার সম্ভাবনা নেই। এর হিটিং প্লেট দিয়ে সমানভাবে তাপ ছড়ায়। বিশেষ করে এতে রয়েছে শর্টসার্কিট ও অভারহিট প্রটেকশন সিস্টেম। যা দূর্ঘটনা থেকে আমাদেরকে রাখে নিরাপদ।

কিয়াম রাইস কুকার অত্যন্ত বিদ্যুৎ সাঞ্চয়ী। এর কয়েকটি মডেল রয়েছে। নিচে এ সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করা হলো।

কিয়াম রাইস কুকার দাম

১.৮ লিটারের একটি কিয়াম রাইস কুকারের দাম ২,০০০ টাকা। এবং ২.৮ লিটারের দাম ৩,৫০০ টাকা। বর্তমানে ঈদ উপলক্ষে ৫% ডিসকাউন্ট চলছে।

কিয়াম রাইস কুকার ২.৮ লিটার দাম

সাধারনত একটা বড় ফ্যামিলির জন্য এই রাইস কুকারটি প্রযোজ্য। তবে রাইস কুকারটির দাম গত অর্থবছরের তুলনায় এ বছর দাম কিছুটা বেড়েছে।

kiam Rice Cooker 2.8 Price in Bangladesh
  • ক্যাপাসিটি: ২.৮ লিটার।
  • ডাবল হারির একটি কুকার।
  • টেমপারড গ্লাসের ডাকনা।
  • ফুড গ্রেডেড অ্যালুমিনিয়ামের কনটেইনার।
  • ওয়ার্ম ফাংশন ও অটো কুকিং।
  • ওভারহিট প্রটেকশন ও শর্টসার্কিট সুবিধা।
  • বর্তমান মূল্য: ২,৭০০ টাকা।

কিয়াম রাইস কুকার ১.৮ প্রাইস ইন বাংলাদেশ ২০২৪

সাধারনত ছোট পরিবারের জন্য এই রাইস কুকারটি ক্রয় করতে পারেন। সাধারনত ২-৩ জনের ফ্যামিলির ক্ষেত্রে ২ বেলা ভাত রান্নার ক্ষেত্রে এটি পারফেক্ট।

Kiam Rice Cooker 1.8 Price in Bangladesh
  • অটোমেটিক হিট কন্ট্রোলিং সুবিধা।
  • তিনটি ফাংশন যথা: কুকিং, বয়েলিং ও স্টিমিং।
  • ডাবল বাটিসহ চাল মাপার জন্য কাপ।
  • এসএস স্টিটের বাটি।
  • বর্তমান মূল্য: ২,০০০ টাকা।

কিয়াম রাইস কুকার ব্যবহারের সতকর্তা

  • কখনো স্টিলের মাজনি দিয়ে পরিষ্কার করবেন না। এতে থাকা নন-স্টিকের প্রলেম উঠে যাবে।
  • স্টিল বা কোন ধাবত পদার্থের চামচ দিয়ে রান্না করার সময় নাড়বেন না।
  • প্যানের তলা ভিজা অবস্থায় বসাবেন না।
  • যেকোন ইলেকট্রিক জিনিজ ব্যবহারের সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার পায়ে স্যান্ডেল বা জুতা আছে কিনা।

কিয়াম রাইস কুকার ব্যবহারের নিয়ম

  • প্রথমে চাল আলাদা ভাবে ভাল করে ধুয়ে নিন।
  • তারপর মোট চালের পরিমানের দ্বিগুণ পানি দিন।
  • পটটি ঠিকমত বসিয়ে নিন।
  • রাইস কুকারের সুইচ দিন।
  • অটো রান্না শেষে বন্ধ হয়ে যাবে।

আরও দেখুন: ওয়ালটন মনিটরের দাম ২০২৪বাচ্চাদের গাড়ির দাম ২০২৪

FAQ

১। কিয়াম রাইস কুকার কেমন?

মাল্টি ফাংশনের এই রাইস কুকারগুলো টেকসই ও মজবুত। একটি রাইস কুকার দিয়ে অনায়েসেই ৫-১০ বছর ব্যবহার করা সম্ভব। সমস্যা হলে তাদের সার্ভিসিং সেন্টারে দিলে ঠিক করে দিবে।

শেষকথা

আপনি হয়ত কিয়াম রাইস কুকারের দাম ২০২৪ সম্পর্কে অবগত হয়েছেন। তবে ক্রয়ের পূর্বে সাবধানতা অবলম্বন করবেন। অনলাইনে থেকে ক্রয় করতে ডারাজ কিংবা বিডিস্টল বা কোন ব্রান্ডেড ওয়েবসাইট থেকে কিনুন। তাছাড়া অফলাইনে ক্রয় করাই ভালো। তাতে করে দেখে, শুনে, বুঝে ও যাছাই করে কিনতে পারবেন। ধন্যবাদ

1 thought on “কিয়াম রাইস কুকারের দাম ২০২৪”

Leave a Comment