ওয়ালটন কারি কুকার দাম

বর্তমানে ১,৬০০ টাকা থেকে ২,৩০০ টাকার মধ্যে ওয়ালটনের কারি কুকার হয়ে থাকে। তবে মাল্টি কুকুরের দাম ৩,২০০ থেকে ৩,৪০০ টাকা। বাজেট ফ্রেন্ডলি কুকার মডেল WCC-WK30 যার বর্তমান বাজাার মূল্য ১,৬৮০ টাকা। অন্যান্য মডেলের ওয়ালটন কারি কুকার দাম সহ বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।

ওয়ালটন কারি কুকার

দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। দেশীয় সীমানা ছাড়িয়ে এখন বিশ্বের অন্যত্র এদের পণ্যগুলো রপ্তানি হয়ে থাকে। অন্যান্য প্রডাক্টের ন্যয় ওয়ালটনের কারি কুকারও বেশ আধুনিক ডিজাইনে ও কোয়ালিটি সম্পন্নভাবে তৈরি করা। ওয়ালটনে কারি কুকার ২ ধরনের। একটি হলো মাল্টি কারি কুকার, যা দিয়ে সকল ধরনের তরকারি রান্না করা যায়। দ্বিতীয়টি হলো নরমাল কারি কুকার।

ওয়ালটনের কারি কুকার দিয়ে রান্না হবে নিরাপদে। বর্তমানে এটি দিয়ে প্রায় যেকোন ধরনের তরকারি রান্না করা যায়। এখন নন স্টিকের হওয়ায় খাবারের মানও থাকে অটুট। তাই আপনার স্বাস্থ্য নিয়েও ভাবতে হবে না। ওয়ালটনের কারি কুকার অন্যান্য নন স্টিক কুকারের তুলনায় কয়েকগুন হেবি। বাহিরের অংশে সিরামিকের কোটেট করা। দেখতেও বেশ এলিগেন্ট লাগে। বিদ্যুতের সাহায্যে চলার দরুনও তেমন বিল হয় না।

এক নজরে দেখে নিন ওয়ালটন কারি কুকার দাম

কারি কুকার মডেলকারি কুকারের দাম
WCC-FH05বর্তমান মূল্য: ২,৩১৪ টাকা।
WCC-WK30বর্তমান মূল্য: ১,৬৮২ টাকা।
WCC-WK50বর্তমান মূল্য: ২,২২৫ টাকা।

আরও দেখুন: কিয়াম প্রেসার কুকারের দাম ২০২৪কিয়াম রাইস কুকারের দাম ২০২৪

WCC-FH05 । ওয়ালটন কারি কুকার

WCC FH05 । ওয়ালটন কারি কুকার
WCC FH05 । ওয়ালটন কারি কুকার
  • ক্যাপাসিটি: ৪.৫ লিটার।
  • ১৫০০ ওয়াট।
  • তাপমাত্রা: ৬ টি সেটিং।
  • বর্তমান মূল্য: ২,৩১০ টাকা।

WCC-WK30 । ওয়ালটন কারি কুকার

WCC WK30 । ওয়ালটন কারি কুকার
WCC WK30 । ওয়ালটন কারি কুকার
  • টেমপারড গ্লাসের ডাকনা।
  • ওভার হিট প্রটেকমন।
  • বর্তমান মূল্য: ১,৬৮০ টাকা।

WCC WK50 । ওয়ালটন কারি কুকার

WCC WK50 । ওয়ালটন কারি কুকার
WCC WK50 । ওয়ালটন কারি কুকার
  • পাওয়ার : ১,৩৫০ ওয়াট।
  • নন স্টিকের কোটিং করা।
  • রেগুলেটর সিস্টেম।
  • ফ্রি সার্ভিসিং; ১২ মাস।
  • বর্তমান মূল্য: ২,২২৫ টাকা।

তথ্যসংগ্রহ: ওয়ালটনবিডি

Disclaimer: আশা করি, আপনি হয়ত ওয়ালটন কারি কুকার দাম সম্পর্কে অবগত হয়েছেন। আপনি চাইলে আমাদের মাধ্যমে অর্ডার করতে পারেন। বর্তমানে কুকারগুলোতে ১০% ডিসকাউন্ট রয়েছে।

FAQs

কারি কুকারে কি অকাধিক আইটেমের রান্না করা যায়?

ওয়ালটন কারি কুকারে প্রায় সকল ধরনের তরকারি আইটেম রান্না করা যায়। খুবই সহজে ও অল্প সময়ে রান্না করা যায়।

কারি কুকারে রান্না করা খাবারে কি কোন সাইডইফেক্ট হয়?

ভাল মানের কুকারে অবশ্যই রান্না করা হলে কোন খাবারেই সমস্যা হয় না। তবে কম দামি কারি কুকার অনেক সময় ক্ষতির কারন হতে পারে।

Leave a Comment