আজকের রডের দাম কত ২০২৪

কনস্ট্রাকশনের কাজ করতে রডের সর্বশেষ দাম সম্পর্কে জানতে হবে। তাই চলুন আজকের রডের দাম কত ২০২৪ ও Bsrm রডের আজকের দাম 2024 সম্পর্কে বিস্তারিত জেনে নেই। 

যেকোনো ধরনের কনস্ট্রাকশনের কাজ করতে গেলে রডের দরকার হয়। রড ছাড়া কনস্ট্রাকশন কাজের কোন বিকল্প হয় না। এজন্য কনস্ট্রাকশন কাজ শুরু করার আগে সর্বশেষ রডের দাম জানতে হবে।

তবে রডের বাজার দর কাঁচাবাজার এর মতোই সব সময় ওঠানামা করে। দেখা যায়, প্রায় প্রতিদিনই রডের মূল্য বৃদ্ধি পাচ্ছে আবার মূল্য কমেও যাচ্ছে।  

তাই চলুন আজকের রডের দাম কত ২০২৪ সম্পর্কে সর্বশেষ আপডেট জেনে নেই। 

আজকের রডের দাম কত

সাধারণত রডের দাম কোম্পানির ধরনের উপর নির্ভর করে। একেক কোম্পানির রডের দাম একেক রকম। বর্তমান বাজারে ১ কেজি রডের দাম ৮৯ থেকে ৯৫ টাকা।

বর্তমানে প্রতি কেজি রডে ৫-৮ টাকা দামের পার্থক্য হয়ে থাকে। বর্তমানে ১ টন রডের দাম ৮৫,০০০ থেকে ৯৬,০০০ টাকা। 

Bsrm রডের আজকের দাম

দেশের সবথেকে নির্ভরযোগ্য ও শক্তিশালী রড Bsrm । দেশের অন্যান্য রডের তুলনায় Bsrm রডের দাম তুলনামূলকভাবে একটু বেশি। 

বর্তমানে ১ কেজি Bsrm রডের আজকের দাম ৯৫-৯৮ টাকা। ১ টন BSRM রড কিনলে ৯৪,০০০ থেকে ৯৬,০০০ টাকা পর্যন্ত লাগবে। 

এছাড়া আপনি যখন বেশি পরিমাণে বিএসআরএম রড কিনবেন তখন দাম অনেকটা কম পাবেন। এজন্য বেশি পরিমাণে BSRM রড কেনার চেষ্টা করুন। 

Aks রডের আজকের দাম

বর্তমানে ১ কেজি Aks রডের আজকের দাম ৯২-৯৪ টাকা। অর্থাৎ, ১ কেজি Aks রড কিনতে ৯২ থেকে ৯৪ টাকা লাগতে পারে। 

১ টন Aks রডের দাম ৯২,০০০ থেকে ৯৩,০০০ টাকা। তবে আপনি যদি বেশি পরিমাণে Aks কিনেন তাহলে দাম এর চেয়ে আরো কম পাবেন। 

গত ৬ মাস পূর্বেও Aks রডের দাম কেজি প্রতি ছিল ৯০-৯১ টাকা। কিন্তু বাজার চাহিদা বেশি হবার কারণে এর দাম কেজি প্রতি ২-৩ টাকা বৃদ্ধি পেয়েছে। 

GPH রডের আজকের দাম কত টাকা

বর্তমানে ১ কেজি GPH রডের আজকের দাম ৮৮-৮৯ টাকা। আবার কোন কোন এলাকায় প্রতি কেজি GPH রড ৯০ টাকায় বিক্রি হচ্ছে। 

এছাড়া ১ টন বা ১০০ কেজি GPH রডের দাম ৮৮,০০০ থেকে ৮৯,০০০ টাকা। তবে আপনি যদি কয়েক টন GPH রড কিনতে চান তাহলে এর চেয়ে অনেক কম দামে কিনতে পারবেন। 

আনোয়ার ইস্পাত রডের দাম

আজকে ১ কেজি আনোয়ার ইস্পাত রডের দাম ৮৯ থেকে ৯০ টাকা। তাহলে প্রতি কেজি আনোয়ার ইস্পাত রড কিনতে ৮৯-৯০ টাকা পর্যন্ত খরচ হবে। আবার কোন কোন জায়গায় আনোয়ার ইস্পাত রড প্রতি কেজি ৯১ টাকায়ও বিক্রি হচ্ছে। 

আবার ১ টন আনোয়ার ইস্পাত রড কিনতে ৮৮,০০০ থেকে ৮৯,০০০ টাকা পর্যন্ত লাগে। 

Golden Ispat রডের দাম

Golden Ispat ব্র্যান্ডের রডের দাম প্রতি টন ৯৫,০০০ টাকা।

CSRM রডের আজকের দাম

আজকে ১ কেজি CSRM রডের দাম ৮৫-৮৬ টাকা। প্রতি কেজি CSRM রড কিনতে ৮৫ থেকে ৮৬ টাকা খরচ হবে। তবে রডের বাজার মূল্য বৃদ্ধি হবার কারণে অনেক এলাকায় প্রতি কেজি CSRM রড ৮৭ টাকায়ও বিক্রি করা হচ্ছে। 

আবার আপনি যদি ১ মেট্রিক টন CSRM রড কিনতে চান তাহলে ন্যূনতম ৮৫ হাজার টাকা লাগবে। কিন্তু বেশি পরিমাণে সিএসআরএম রড নিলে দাম আরো কম পাবেন। 

KSRM রডের আজকের দাম

আজকে KSRM রডের দাম কেজি প্রতি ৯০ থেকে ৯১ টাকা। ১ কেজি KSRM রডের বাজার মূল্য প্রায় ৯০ থেকে ৯১ টাকা। 

আবার ১০০ কেজি KSRM রডের বাজার দর প্রায় ৯০ হাজার টাকা। তবে অনেক এলাকায় প্রতি কেজি KSRM রড ৮৯ টাকায়ও কেনাবেচা হচ্ছে। 

তবে একটা বিষয় খেয়াল করলে দেখা যাবে, গত ৩ মাস আগে প্রতি কেজি KSRM রডের দাম ছিল ৮৫-৮৭ টাকা। কিন্তু এই কয়েক মাসের ব্যবধানেই ১ কেজি KSRM রডের দাম বেড়েছে ২-৩ টাকা। 

Scrm রডের দাম ২০২৪

সর্বশেষ বাজার দর অনুযায়ী, ১ কেজি Scrm রডের দাম ৮৫-৮৭ টাকা। আপনি যদি Scrm রড কিনতে চান তাহলে কেজি প্রতি ৮৫ থেকে ৮৭ টাকা লাগবে। তবে অনেক দোকানে প্রতি কেজি Scrm রড ৮৬ টাকায়ও বিক্রি হচ্ছে। 

কিন্তু আপনি যখন ১০০ কেজি বা ১ মেট্রিক টন Scrm রড কিনতে যাবেন তখন দাম কিছুটা হলেও কম পাবেন। ১ মেট্রিক টন Scrm রডের বাজার মূল্য ৮৪ হাজার টাকা। 

১ কেজি রডের দাম কত

বর্তমানে ১ কেজি রডের দাম ৮৫ থেকে ৯৮ টাকা। সাধারণত রডের কোয়ালিটি ও কোম্পানির উপর ভিত্তি করে রডের দাম কম-বেশি হয়ে থাকে। 

যেমনঃ- BSRM ১ কেজি রডের মূল্য ৯৫-৯৮ টাকা, প্রতি কেজি AKS রডের দাম ৯২-৯৪ টাকা, ১ কেজি KSRM রড ৯০ থেকে ৯১ টাকায় বিক্রি হচ্ছে ও ১ কেজি CSRM রডের দাম ৮৫-৮৬ টাকা।

তাহলে বোঝা গেল, বিভিন্ন কোম্পানির রডের দাম বিভিন্ন রকম হবে এটাই স্বাভাবিক। তাই ১ কেজি রডের দাম কিনতে নূন্যতম ৮৫ টাকা থেকে সর্বোচ্চ ৯৮ টাকা। 

১ মেট্রিক টন রডের দাম কত

আমরা সবাই জানি, ১ মেট্রিক টন সমান ১০০ কেজি। বর্তমানে ১ মেট্রিক টন রডের দাম ৮৫ হাজার থেকে শুরু হয়ে ৯৬ হাজার টাকা পর্যন্ত। 

আপনি যদি ভালো কোয়ালিটির ও ভালো কোম্পানির ১ মেট্রিক টন রড কিনতে চান তাহলে ৯২ হাজার থেকে ৯৬ হাজার টাকা লাগবে। 

আবার মোটামুটি কোয়ালিটির ১ মেট্রিক টন রডের মূল্য প্রায় ৯০ হাজার থেকে ৯২ হাজার টাকা।

এছাড়া একদম নিম্নমানের ১ মেট্রিক টন রড ৮৫,০০০ টাকা থেকে ৮৬,০০০ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। 

বাংলাদেশে আজকের রডের দাম কত?

বাংলাদেশে আজকের রডের দাম ৮৬ টাকা থেকে ৯৮ টাকা। অর্থাৎ বাংলাদেশে ১ কেজি রড ৮৬ টাকা থেকে ৯৮ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। 

আবার বাংলাদেশে ১ মেট্রিক টন রডের দাম ৮৫,০০০ টাকা থেকে ৯৮,০০০ টাকা। 

সারকথা 

প্রিয় পাঠক আশা করি, বাংলাদেশে আজকের রডের দাম ২০২৪ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। এ কারণে রড কেনার সময় অবশ্যই ভালোভাবে রডের বাজার দর যাচাই করে নিবেন। তো বন্ধুরা, আজকের আর্টিকেল কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। 

এছাড়া এরকম আরো নির্মাণ সামগ্রীর সর্বশেষ দাম সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করবেন।

FAQ’s

বাংলাদেশের এক নাম্বার রড কোনটি?

বর্তমান বাংলাদেশের এক নম্বর রড কোম্পানি BSRM । এদেশের প্রায় রডের বাজারের বড় অংশ বিএসআরএম কোম্পানি দখল করে রেখেছে।

রডের দাম কি কমবে?

গত ৬ মাসের রডের বাজারের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, রডের দাম কমার কোন সম্ভাবনাই নাই। কারণ রড তৈরি কাঁচামালের দাম ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এ কারণে ভবিষ্যতে রডের দাম আরো বৃদ্ধি পাবে। 

রডের দাম কখন কম থাকে?

সাধারণত রডের দাম সব সময় ওঠানামা করে। দেখা যায়, রডের বাজার দর কখনোই স্থির থাকে না। তাই রডের দাম কখন কম থাকে তা বলা মুশকিল। তবে বর্ষাকালে যেহেতু কনস্ট্রাকশন এর কাজ কম হয় সেক্ষেত্রে তখন রডের দাম একটু কম যেতে পারে। 

Leave a Comment